আলো
তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার।
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা।
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে।
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা।
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না............
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনNew lyrics website
উত্তরমুছুনsong lyrics
Sesh kobita lyrics - Prithibi Band
উত্তরমুছুন