আমার সারা দেহ Lyrics by Andrew Kishore | Noyoner Alo

আমার সারা দেহ

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে। 
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে। 
আমি ঐ না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন