বকুল ফুল বকুল ফুল
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর,
দানাতো নাই ঘরে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা,
সেইতো মজা লোটে লো।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনgood
উত্তরমুছুনthanks For Sharing This Post. i love this song. Hazabhai.Com
উত্তরমুছুন