টিপ টিপ বৃষ্টি Lyrics by Asif Akbar | Ankhi Alamgir

টিপ টিপ বৃষ্টি

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 
ও চঞ্চলা এই মন, বুঝিনি যে কখন
বেঁধেছ প্রেমেরই মায়ায়। 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 

বলিনি কখনও আমি মুখে তোমায়  
আমার আমি সে তো শুধুই তোমার।
এতো প্রেম ছিল যদি ঐ হৃদয়ে  
আসনি কেন তুমি আরও আগে।
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 

এঁকেছি কতো না ছবি তোমাকে ভেবে
তুমি এসে স্বপনে হাত বাড়াবে। 
আমিও রেখেছি খুলে মনেরি দুয়ার
আমায় ভাসিয়ে নেবে ইচ্ছে তোমার । 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 
ও চঞ্চলা এই মন, বুঝিনি যে কখন
বেঁধেছ প্রেমেরই মায়ায়। 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

ও ও টিপ টিপ বৃষ্টিতে ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন