তুমি আসবে বলে | Tumi Ashbe Bole Lyrics | Nachiketa

Song: Tumi Ashbe Bole; Song: তুমি আসবে বলে; Artiste: Nachiketa; Music Director: Nachiketa; Lyricist: Nachiketa; Album: Ei Agune Haat Rakho


তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই জাকির হুসাইন ভুল করে ফেলে তালে

তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে

তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে

তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি

তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা

তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা

তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার

তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি

তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

৪টি মন্তব্য: