Song: Tumi Ashbe Bole; Song: তুমি আসবে বলে; Artiste: Nachiketa; Music Director: Nachiketa; Lyricist: Nachiketa; Album: Ei Agune Haat Rakho
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই জাকির হুসাইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা
তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
Title 101 Lyrics In Bangla
উত্তরমুছুনwww.needlyric.com is the best bangla movie downloading site and there have also bangla lyrics
উত্তরমুছুনnice post brother
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনgive this
enterteinment
post
khubi valo laglo