রজমানের ঐ রোজার শেষে | Romjaner Oi Rojar Sheshe Lyrics by Kazi Nazrul Islam

গানঃ রমজানের ঐ রোজার শেষে  এলো খুশির ঈদ
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। 


তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। 


আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন