Recently Lyrics Updated

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।

এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে... 
মন চায়... মন চায়...
ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।

মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।

মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে

আজি ঝর ঝর মুখর বাদল দিনে . . .

জানি নে জানি নে … 


কিছুতে কেন যে মন লাগে না। 
তোমার হাসির ঢেউ,  
লাগল আমার চোখে, 
ভিজলো দু-চোখের পাতা 
জানলো না... তো লোকে। 

ও... তোমার হাসির ঢেউ , 
লাগল আমার চোখে, 
ভিজলো দু-চোখের পাতা, 
জানলো না... তো লোকে। 

ভেজা ভেজা চোখ আমি, 
রোদ্দুরে শুকাবো। 
ভালোবাসি তোমারে,
কি করে তা লুকাবো ?  
ভেজা ভেজা চোখ আমি 
রোদ্দুরে শুকাবো। 
ভালোবাসি তোমারে 
কি করে তা লুকাবো?  

তোমার হাসির ঢেউ,  
লাগল আমার চোখে। 
ভিজলো দু-চোখের পাতা 
জানলো না... তো লোকে। 

তোমার ভালো হোক, 
তুমি সুখে থাকো  
কিছুই চাইনা আমি, 
মনে রাখো বা না রাখো। 
তোমার ভালো হোক, 
তুমি সুখে থাকো  
কিছুই চাইনা আমি, 
মনে রাখো বা না রাখো। 

আমি একলা ভালোবেসেই যাবো, 
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।  

ভেজা ভেজা চোখ আমি 
রোদ্দুরে শুকাবো, 
ভালোবাসি তোমারে 
কি করে তা লুকাবো। 
ভেজা ভেজা চোখ আমি 
রোদ্দুরে শুকাবো, 
ভালোবাসি তোমারে 
কি করে তা লুকাবো। 

ভেজা ভেজা চোখ আমি 
রোদ্দুরে শুকাবো, 
ভালোবাসি তোমারে 


কি করে তা লুকাবো।
নিজের চেয়েও অনেক বেশি  
তোমাকে যে ভালোবাসি 
ভালোবেসে যাবো এভাবেই ।  

যদি প্রশ্ন কর আমায়  
ভালোবাসি কেন তোমায় বলবো 
এর উত্তর জানা নেই ।  
ভালবাসতে লাগেনা কোন কারণ,  
হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন ।  

এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন, 
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন ।  

ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো 
মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো ,   
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে 
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে ।  

ভালবাসতে লাগেনা কোন কারণ, 
হটাত করে ভালোবেসে ফেলে এই মন। 
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন (২ বার )  

ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন,  
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন ।  
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে, 
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে।  

ভালবাসতে লাগেনা কোন কারণ  
হঠাত করে ভালোবেসে ফেলে এই মন ।  
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন ( ২ বার ) 
তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর 
তাই ভালোবেসে একটা কিছু কর। 
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে 
এই মনের মাঝে তুই যে একটা ঝড়। 

ফিরে যাস কেন এভাবে 
কিছু কথা শুনে যা। 
এই দুচোখের গভীরে 
তোর স্বপ্ন বুনে যা। 
আমি পারি না... 
তোকে ভুলে থাকতে 
পারি না কাছেও রাখিতে। 
একা এলোমেলো দিন খুঁজে চলে রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে 
সুখে থাক দুটি অন্তর। 

তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর 
তাই ভালোবেসে একটা কিছু কর। 
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে 
এই মনের মাঝে তুই যে একটা ঝড়। 

হয়ে যা তুই একটু রাজি
দ্বিধা কেন যে আর; 
পৃথিবীকে জানিয়ে দেবো  
তুই যে শুধু আমার।
ও একটি গোলাপ সাক্ষী রেখে 
করেছি আমি পণ ও ও 
ভালোবেসে রাঙ্গিয়ে দেবো 
তোর দুরন্ত মন। 
আমি চাই, তোকে চাই
মনে কতো উচাটন  
তোরে কি করে বোঝাই
পুড়ে যাই, মরে যাই
এতো সহজে কি করে 
তুই জড়ালি মায়ায় 
এ আমায় বাঁচা দায়; 
একা এলোমেলো দিন 
খুঁজে চলি রঙ্গিন আদর
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে 
সুখে থাক দুটি অন্তর। 

তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর 
তাই ভালোবেসে একটা কিছু কর 
জমানো যতো কথা আছে এই বুকে
তোর গালে দিবো টুটে 
এই মনের মাঝে তুই যে একটা ঝড়। 
বাঁশুরিয়া বাজাও বাঁশি

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে! 

আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া। 
প্রাণে গান নাই মিছে তাই – রবিঠাকুর মুর্তি গড়া। 

তোমার ঐ দেহাতী গান......... 
তোমার ঐ দেহাতী গান দোলে যখন বাঁশির মুখে, 
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়। 
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

ঠেলা ভ্যান চালাও তুমি... 
ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। 

ফাঁক পেলে বাঁশি বাজাও... 
ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
হেসে গিয়া এমন সুরে হয়ত ডাকো কোলকাতাকে। 

ফিরে এসে উদাম খাটো... 
ফিরে এসে উদাম খাটো গায় গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কোলকাতাতে। 

তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। 

বাঁশুরিয়া... 
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। 
বকুল ফুল বকুল ফুল

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে, 
দুঃখে পরান ফাটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর, 
দানাতো নাই ঘরে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


Aye Mere Humsafar

Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Meri manzil hai tu, tu hi mera jahan

Oye oye oye oye
Aye mere humsafar, aye mere jaan-e-jaan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan
Ban gaye aaj hum do badan ek jaan
Oye oye oye oye
Aye mere humsafar, aye meri jaan-e-jaan

Bheega bheega aanchal
Aankhon ka yeh kaajal
Ghayal na kar de mujhe
Seene ki yeh halchal
Badhne lagi pal pal
Pagal na kar de mujhe x (2)

Pagal jo hum ho gaye ban jaayegi dastan
Aahista bolo sanam sun lega sara jahan
Meri manzil hai tu, tu hi mera jahaan
Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan

Saanson ke yeh shole
Saanson mein tu ghole
Pal mein pighal jaayein hum
Hothon ke angare hothon pe humare
Rakh de to jal jaayein hum x (2)

Yeh pyar woh aag hai
Jismein nahi hai dhuan
Lagti hai jab yeh agan
Jal jaate hain jism-o-jaan
Ban gaye aaj hum do badan ek jaan

Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Meri manzil hai tu, tu hi mera jahan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan
Tip Tip Barsa Paani

Tip tip barsa paani
Tip tip barsa paani
Paani ne aag lagayi
Aag lagi dil mein to
Dil ko teri yaad aayi
Teri yaad aayi to
Jal utha mera bheega badan
Ab tum hi batao sajan 
Main kya karoon

Na na.. naam tera mere labon pe aaya tha
Ho naam tera mere labon pe aaya tha
O maine bahane se tumhein bulaya tha
Jhoom kar aa gaya sawan
Main kya karoon

Tip tip barsa paani
Paani ne aag lagayi
Aag lagi dil mein to
Dil ko teri yaad aayi
Aag lagi dil mein to
Dil ko teri yaad aayi
Teri yaad aayi to
Jal utha mera bheega badan
Ab tum hi batao sajan 
Main kya karoon

Du du.. dooba dariya mein khada main saahil par
Ho dooba dariya mein khada main saahil par
Tu bijli bankar giri mere dil par
Chali aisi yeh pagal pawan
Main kya karoon

Tip tip barsa paani
Paani ne aag lagayi
Aag lagi dil mein to
Dil ko teri yaad aayi
Aag lagi dil mein to
Dil ko teri yaad aayi
Teri yaad aayi to
Chha gaya mujhpe deewanapan
Mere bas mein nahi mera mann
Main kya karoon
Pehla Nasha Pehla Khumar

Chahe tum kuch na kaho, maine sun liya
Ke sathi pyar ka mujhe chun liya
Chun liya, maine sun liya

Pehla nasha pehla khumar
Naya pyar hai, naya intezar
Kar lun main kya apna haal
Aye dil-e-beqarar
Mere dil-e-beqarar tu hi bata
Pehla nasha pehla khumar

Udta hi phirun in hawaaon mein kahin
Ya main jhool jaaun in ghataon mein kahin
Udta hi phirun in hawaaon mein kahin
Ya main jhool jaaun in ghataon mein kahin
Ek kar du aasman aur zamin
Kaho yaaron kya karun kya nahi

Pehla nasha pehla khumar
Naya pyar hai, naya intezar
Kar lun main kya apna haal
Aye dil-e-beqarar
Mere dil-e-beqarar tu hi bata
Pehla nasha pehla khumar

Usne baat ki kuch aise dhang se
Sapne de gaya woh hazaron rang ke
Usne baat ki kuch aise dhang se
Sapne de gaya woh hazaron rang ke
Reh jaaun jaise main haar ke
Aur choome woh mujhe pyar se

Pehla nasha pehla khumar
Naya pyar hai, naya intezar
Kar lun main kya apna haal
Aye dil-e-beqarar
Mere dil-e-beqarar
Barsaat Ke Mausam Mein

Barasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Barasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Main Ghar Se Nikal Aayaa
Botal Bhi Uthaa Laaya
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Barasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Barasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Main Ghar Se Nikal Aayaa
Botal Bhi Uthaa Laaya
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Mujhe Tukadon Mein Nahin Jinaa Hai
Qataraa Qataraa To Nahin Pinaa Hai
Mujhe Tukadon Mein Nahin Jinaa Hai
Qataraa Qataraa To Nahin Pinaa Hai
Ho Aaj Paimaane Hataa Do Yaaron
Haan Saaraa Maikaanaa Pilaa Do Yaaron
Maikadon Mein To Piyaa Karataa Huun
Maikadon Mein To Piyaa Karataa Huun
Chalati Raahon Mein To Pi Lene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Mere Dushman Hain Zamaane Ke Gam
Baad Pine Ke Ye Honge Kam
Mere Dushman Hain Zamaane Ke Gam
Baad Pine Ke Ye Honge Kam
Ho Zulm Duniyaa Ke Na Sah Paayuunga
Bin Piye Aaj Na Rah Paayuunga
Mujhe Haalaat Se Takaraanaa Hai
Mujhe Haalaat Se Takaraanaa Hai
Aise Haalaat Mein Pi Lene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Aaj Ki Shyaam Badi Bojal Hai
Aaj Ki Raat Badi Katil Hai
Aaj Ki Shyaam Badi Bojal Hai
Aaj Ki Raat Badi Khatil Hai
Ho Aaj Ki Shyaam Dhalegi Kaise
Haa Aaj Ki Raat Kayegii Kaise
Aag Se Aag Bujegii Dil Ki
Aag Se Aag Bujegii Dil Ki
Mujhe Ye Aag Bhi Peelene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Hmm Barasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Hmmbarasaat Ke Mausam Mein
Tanhaayi Ke Aalam Mein
Main Ghar Se Nikal Aayaa
Botal Bhi Uthaa Laaya
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do
Abi Zindaa Huun To Ji Lene Do, Ji Lene Do
Bhari Barasaat Mein Pi Lene Do.
সবাই তো সুখী হতে চাই 

সবাই তো সুখী হতে চাই 
সবাই তো সুখী হতে চায়, 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চাই। 

আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি 
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি । 
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না, 
সবাই তো সুখী হতে চাই। 

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়। 
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।

সবাই তো সুখী হতে চাই 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চাই 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
না  বলা  কথা

শোন , বলি  তোমায় 
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই। 

বল , কি  বলতে  চাও 
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই । 
ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

আকাশের  ওই  নীল্  ঠিকানায় 
মেঘেরা  সাদা  ডানা  ছড়ায়। 
ওদেরই  সেই  ভালবাসায় 
এই  মনে  আজ  পেয়েছে  ঠাই। 
জড়াবো  আদরে তোমাকে  অনুভবে 
আকাশের  চেয়ে  বেশী 
তোমাকেই  ভালবাসি। 

ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

সাত  সাগর  আর  তের  নদী 
পার  হয়ে  তুমি  আসতে  যদি! 
রুপকথা'র  রাজকুমার  হয়ে 
আমায়  তুমি  ভালবাসতে  যদি! 
ভালবাসি  তোমায় 
পুরনো  অনুভবে। 
এই  মনেরই  জগতে 
রাজকুমারী  তুমি। 

ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

শোন , বলি  তোমায় 
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই। 

বল , কি  বলতে  চাও 
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই । 
ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 
বলতে বলতে চলতে চলতে

বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 
চলতে গিয়ে মনে হয়, 
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি।
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 

মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম।
মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম। 
ও চায় পেতে আরো মন, 
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 

মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে। 
মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে। 
ও চায় পেতে আরো মন, 
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
হো... পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
হো..কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
হো...পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে 
ওরে কার পানে মন হাত বাড়িয়ে 
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে।

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে।

ও যে আমায় ঘরের বাহির করে,   
পায়ে-পায়ে পায়ে ধরে 
মরি হায় হায় রে,
ও যে আমায় ঘরের বাহির করে,   
পায়ে-পায়ে পায়ে ধরে 
মরি হায় হায় রে।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে 
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, 
যায় রে কোন্ চুলায় রে
আমার মন ভুলায় রে।

ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,   
কোনখানে কী দায় ঠেকাবে–
কোন্ বাঁকে কী ধন দেখাবে,   
কোনখানে কী দায় ঠেকাবে। 
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে,  
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে।

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ 
আমার মন ভুলায় রে।
আমার একলা আকাশ 

আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 
আমার দিনগুলো সব 
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 
তুমি চোখ মেললেই 
ফুল ফুটেছে আমার ছাদে এসে, 
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় 
তোমার ভালবেসে। 
আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 

আমার ক্লান্ত মন 
ঘর খুঁজেছে যখন, 
আমি চাইতাম পেতে চাইতাম 
শুধু তোমার টেলিফোন। 
ঘর ভরা দুপুর 
আমার একলা থাকার সুর, 
রোদ গাইতো আমি ভাবতাম 
তুমি কোথায় কতদুর। 
আমার বেসুর গিটার 
সুর বেঁধেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 

আমার একলা আকাশ 
রাত চিনেছে তোমার হাসি হেসে, 
শুধু তোমায় ভালবেসে। 

অলস মেঘলা মন
আমার আবছা ঘরের ঘরের কোণ
চেয়ে রইতো ছুটে চাইতো 
তুমি আসবে আর কখন। 
শ্রান্ত ঘুঘুর ডাক 
ধুলো মাখা বইয়ের তাক, 
যেন বলছে যেন বলছে 
থাক অপেক্ষাতেই থাক। 

আমার একলা আকাশ 
থমকে গেছে রাতের স্রোতে ভেসে, 
শুধু তোমায় ভালবেসে। 
আমার দিনগুলো সব 
রঙ চিনেছে তোমার কাছে এসে, 
শুধু তোমায় ভালবেসে। 
আয় খুকু আয়

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা, 
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার সাথে গান গেয়ে যা। 
নতুন নতুন সুর নে শিখে নে, 
কিছূই যখন ভাল লাগবেনা তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে, 
আয় খুকু আয়… 
আয় খুকু আয়…

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়, 
কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়, 
আয় খুকু আয়…আয় খুকু আয়…
আয় খুকু আয়…আয় খুকু আয়…

আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার সাথে আয় এক্ষুনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে। 
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়। 
আরশিতে যখন এই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার কাছে আয় মা-মণি
সবার আগে আমি দেখি তোকে, 
দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়, 
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয়রে আমার পাশে আয় মা-মণি
এহাতটা ভাল করে ধর এখনি। 
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি, 
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
বৃদ্ধাশ্রম

ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, 
ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না, 
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!

খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
নীলাঞ্জনা

লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম,
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা। 
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়,
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময় ।

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা,
ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে,
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

অংকের খাতা ভরা থাকতো আঁকায়,
তার ছবি তার নাম পাতায় পাতায়,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়, 
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়, 
একবার একবার যদি সে দাঁড়ায়। 

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন,
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা ।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ........
আবার এলো যে সন্ধ্যা

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।

ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে। 
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।

ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে, 
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে।
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা, 
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে। 

ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে, 
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে। 
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে। 
পরী 

আজ তোমার মন খারাপ মেয়ে, 
তুমি আনমনে বসে আছো। 
আকাশ পানে দৃষ্টি উদাস, 
আমি তোমার জন্য এনে দেব 
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, 
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। 

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো। 
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, 
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। 

আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে। 
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে। 

আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ 
পাখিকে করে দেব তোমার আপনজন, 
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে। 

আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর, 
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর। 

আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোছনা। 
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে। 

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো। 
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, 
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। 
সেই হাওয়ায়...... 
তুমি আমার প্রথম সকাল



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া। 
তুমি আমার খর রোদে
মিষ্টি হিমেল হাওয়া। 
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন। 
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ। 
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল—
লা লা লা লা লা লা লা
আজ জন্মদিন তোমার

আজকের আকাশে অনেক তারা, 
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, 
সন্ধ্যাটা আগুন লাগা। 
আজকের পৃথিবী তোমার জন্য 
ভরে থাকা ভালো লাগা, 
মুখরিত হবে দিন গানে গানে 
আগামীর সম্ভাবনা। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, 
ভালোবাসো সব সৃষ্টিকে। 
ভালবাসা নিয়ে নিজে তুমি, 
ভালোবাসো সব সৃষ্টিকে। 


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ, 
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। 
আলোকিত হয়ে নিজে তুমি, 
আলোকিত কর পৃথিবীকে। 
আলোকিত হয়ে নিজে তুমি, 
আলোকিত কর পৃথিবীকে। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

আজকের আকাশে অনেক তারা, 
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, 
সন্ধ্যাটা আগুন লাগা। 
আজকের পৃথিবী তোমার জন্য 
ভরে থাকা ভালো লাগা, 
মুখরিত হবে দিন গানে গানে 
আগামীর সম্ভাবনা। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 
জাদুকর

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়। 

হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই। 

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে, 
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়। 

ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,
বুকের পাঁজরে। 

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে, 
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়। 

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর......... 

এক শহর ভালবাসা

তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুড তোলা রিকশায়
এক মুঠো প্রেম এড়িয়ে।
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

তোমার সাথে
এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে
তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়
ইচ্ছে করে
জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত
তবু এই সময় থেমে থাকুক
বুলিয়ে দাও রাঙিয়ে
ঐ মায়া যাদু হাতে
কি সুখ লাগে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুড তোলা রিকশায়।
এক মুঠো প্রেম এড়িয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।

এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়
ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে।
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি
বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই।।

বসন্ত এসে গেছে

আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।।

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে>>>। 

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা হ্রস্ব ই দীর্ঘ ঈ হ্রস্ব উ দীর্ঘ ঊ
ফাঁকা হোক ফুটপাথ হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারমে
কেউ কানে কানে বলে গেল শোনা গেছে খবরে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম বসন্ত এসে গেছে
রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে
ডালপালা মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে…
বসন্ত এসে গেছে

এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভোরটা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে


বসন্ত এসে গেছে…

দীপান্বিতা

সময় যখন মরুর ঝড়ে, 
এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে 
একাকি সঙ্গি মৌনতা,
আকাশ যখন আঁধার ভীষণ, 
এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা। 

সমান্তরাল পথের বাকে, 
তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ...
গাছের সবুজ পাতার ফাঁকে, 
তোমার ছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা...

তুমি নীলাকাশ আপন করেছো 
হঠাৎ কোন কালে কে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ 
কোন সে জাদুতে কে জানে! 

আমি ছিলাম তোমার পাশে,
তোমার আকাশ ভালবেসে,
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, 
তাও মেলেনি তা। 
হঠাৎ যখন ছুটির খেলা,
মেঘে মেঘে অনেক বেলা,
 তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা। 

অশান্ত মন বোঝাই কাকে,
হারিয়ে চাইছি তোমাকে,
হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা... 
নদীর শেষে আকাশ নীলে,
স্বপ্নগুলো মেলে দিলে, 
তারা বলে সবাই মিলে দীপান্বিতা... 

শোননা রূপসী তুমি যে শ্রেয়সী, 
কি ভীষণ উদাসি প্রেয়সী। 
না না না ... 
জীবনের গলিতে এ গানের কলিতে, 
চাইছি বলিতে ভালবাসি।

চোখের জলেরই আড়ালে, 
খেলা শুধুই দেখেছিলে, 
যন্ত্রণারই আগুন নীলে,
পুড়েছি যে-বোঝনি তা। 
অভিমানে চুপটি করে, 
এসেছি তাই দূরে সরে, 
বোঝাতে চেয়েও পারিনি 
তাই বোঝাতে- লুকোনো কথা। 

ইটপাথরের এ শহরে, 
গাড়ি বাড়ির এ বহরে, 
খুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা...
জীবন যখন থমকে দাড়ায়,
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা...
কল্পনারই আকাশ জুড়ে, 
নানা রঙে লোকের ভিড়ে,
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা... 
তুমি আমার চোখের ভাষা, 
তুমি আমার সুখের নেশা,
তুমি আমার ভালবাসা দীপান্বিতা......।।

এক সাগর রক্তের বিনিময়ে

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।

দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।

যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
ভুলব না... ভুলব না...

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।

কৃষাণ-কৃষাণীর গানে গানে
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
ঝংকৃত হবে... ঝংকৃত হবে... ঝংকৃত হবে....

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।।
ভুলব না....ভুলব না....ভুলব না...

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
আমরা তোমাদের ভুলব না।

তীরহারা এই ঢেউয়ের সাগর

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও 

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।

ঘরবাড়ির ঠিকানা নাই,
দিন-রাত্রি জানা নাই, 
চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে...। 

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,না না না না 
তারাও তো ভুলে কভু ডাকে না।

জীবনের রঙে মনকে টানে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।



ও ও ও ও ও ও ও ও ও ও ও ও 

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে..................। 

জয় বাংলা বাংলার জয়



জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়। 

কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়। 

বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে। 

নেই ভয়........ 
হয় হোক রক্তের প্রচ্ছদপট, 
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়। 

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ, 
অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। 

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র। 

আর নয়......
তিলে তিলে বাঙালির এই পরাজয়, 
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়। 

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে, 
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে, 
ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে, 
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। 

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান। 

এই দিন...... 
সৃষ্টির উল্লাসে হবে রঙিন, 
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়। 

মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে, 
গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।
মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে, 
গরীবের পেটে আজ ভাত নেই, ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।


মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই
লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,
রোগে শোকে ধুকে ধুকে মরছে

অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকদের আজ
মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই।