Recently Lyrics Updated

গানঃ রমজানের ঐ রোজার শেষে  এলো খুশির ঈদ
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। 


তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। 


আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।
আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশ,
বেণী যাবে যবে খুলিতে।।
তবু আমারে দেবনা ভুলিতে।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।

আসিবে তোমার পরমোৎসবো
কত প্রিয়জন কে জানে,
মনে প’ড়ে যাবে–
কোন্‌ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে, হায়!
চমকি’ থামিয়া যাবে বেদনায়
দেখিবে, কে যেন ম’রে পরে আছে
দেখিবে, কে যেন ম’রে পরে আছে
তোমার পথের ধূলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।