Recently Lyrics Updated

গানঃ দোলে দোদুল দোলে ঝুলনা
শিল্পীঃ শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখার্জী
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সিনেমাঃ দেয়া নেয়া

দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা
দোলে দোদুল নাই তুলনা তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা

রাঁধার অধরে জাগে হাসি
রাঁধার অধরে জাগে হাসি
কহিছে ডেকে শ্যামের বাঁশি
কহিছে ডেকে শ্যামের বাঁশি
এ লগন রাই ভুল না
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।

ধা নি পা নি সা রে-
নি-সা-গারে মা গা পা -
পা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা
দোলে শিখি পাখা দোলে সুখ-সারি
দোলে শিখি পাখা দোলে সুখ-সারি
ময়ূরী দোলে প্রেম অভিসারি
ময়ূরী দোলে প্রেম অভিসারি
এ রাতের নাই তুলনা
ও ও এ লগন রাই ভুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।

মাধব কহিছে ওগো রাঁধা—
মাধব কহিছে ওগো রাঁধা—
তুমি আমি একই সুরে বাঁধা
ওগো- তুমি আমি একই সুরে বাঁধা
এ বাঁধন কভু খুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা
দোলে দোদুল নাই তুলনা তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
গানঃ এ জীবন তোমাকে দিলাম
শিল্পীঃ মিতালী মুখার্জী ও কুমার সানু
কথাঃ মোহাম্মদ রফিকুজ্জামান 
সিনেমাঃ আত্মত্যাগ

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি,
আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি।
তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি,
মরণ হলেও যেন, তোমারি থাকি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও। 

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।

জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি,
মন বলে তুমি যে, তার চেয়ে দামী।
তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ,
নতুন জীবন যেন, পেয়েছি আমি।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও। 
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার,
প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও। 
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালবাসা দিও বন্ধু, 
তুমি শুধু ভালবাসা দিও।

 গানঃ প্রিয়তমা

কথাঃ রিতম সেন

কন্ঠঃ অনির্বান ভট্টাচার্য


এ নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া

দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া; 

এ নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া

দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। 

একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে

অন্তবিহীন কুঁড়ি ফোটে ঝরে যাবে বলে। 

তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা

আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা; 

তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা

আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা।


এ আঁধারে মায়া বাড়ে পারো যদি কোরো ক্ষমা

আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা....

এ আঁধারে মায়া বাড়ে পারো যদি কোরো ক্ষমা

আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা....। 

বসন্ত এসে গেছে

আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।।

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে>>>। 

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা হ্রস্ব ই দীর্ঘ ঈ হ্রস্ব উ দীর্ঘ ঊ
ফাঁকা হোক ফুটপাথ হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারমে
কেউ কানে কানে বলে গেল শোনা গেছে খবরে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম বসন্ত এসে গেছে
রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে
ডালপালা মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে…
বসন্ত এসে গেছে

এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভোরটা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে


বসন্ত এসে গেছে…

আমার সারা দেহ

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে। 
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে। 
আমি ঐ না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ। 
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ। 
ফুলও তুমি ফাগুনও তুমি, 
গন্ধ বিলাও সারাক্ষণ। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

স্বপ্ন তোমার মনে যত আশা, 
সবই যেন পূর্ণ হয়। 
আমারি তুমি এই পৃথিবীতে, 
ও প্রিয়া আর কারো নও। 
দিনও তুমি রাতও তুমি, 
ফুরাবে না কভু প্রয়োজন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)