Recently Lyrics Updated
গানঃ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু
কণ্ঠঃ মুজিব পরদেশী
কথাঃ মনমোহন দত্ত
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
হইতা যদি দেশের দেশি
শ্রীচরণের হইতাম দাসী রে
হইতা যদি দাসের দেশি
শ্রীচরণের হইতাম দাসী গো
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু
মানতাম না কারও মানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমার শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু
কেঁদে ভিজাই বিছানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
কবি মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা গো
সাধক মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা রে
আমি কার কাছে বলিবো ব্যথা রে
বন্ধু, কেউ নাই আমার আপনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
Popular Lyrics
-
বকুল ফুল বকুল ফুল বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ...
-
দীপান্বিতা সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা, আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়...
-
তোমায় হৃদ মাঝারে রাখিব ওরে ছেড়ে দিলে সোনার গৌড় ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় আমরা আর পাব না, আর পাব না। "তোমায় হৃদ মাঝার...
-
সেই তুমি কেন এতো অচেনা হলে সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম। কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে...
-
আমার একলা আকাশ আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে। আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে ...
-
নীলাঞ্জনা লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম, ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,...
-
আমার ভিনদেশী তারা একা রাতেরি আকাশে তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরম কেউ ডাকে! মু...
-
এসো হে বৈশাখ এসো হে বৈশাখ, এসো এসো। এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়...
-
বসন্ত এসে গেছে আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই মরমে উঠিল বা...
-
Pehla Nasha Pehla Khumar Chahe tum kuch na kaho, maine sun liya Ke sathi pyar ka mujhe chun liya Chun liya, maine sun liya Peh...
Singer & Writer
- কবিতা সমগ্র (3)
- Alka Yagnik (2)
- Andrew Kishore (2)
- Anup Ghoshal (1)
- Anupam Roy (2)
- Artcell (1)
- Asif Akbar (3)
- Atik Hasan (1)
- Ayub Bacchu (1)
- Bappa Mazumder (1)
- Chondrobindu (1)
- Fazlur Rahamn Babu (1)
- Gobinda Halder (1)
- Habib Wahid (2)
- Haider Hussain (1)
- Hemanta Mukherjee (1)
- Imran (3)
- Jagoroner Gaan (3)
- James (4)
- Joler Gaan (2)
- Kabir Sumon (2)
- Kazi Nazrul Islam (2)
- Kumar Sanu (2)
- Lagnajita Chakraborty (1)
- Lopamudra Mitra (1)
- Lucky Aakhand (2)
- Mahmuduzzaman Babu (1)
- Manna Dey (1)
- Mechanix (1)
- Miles (1)
- Minar (2)
- Moushumi Bhowmik (1)
- Mujib Pordeshi (1)
- Nachiketa (5)
- Nancy (1)
- National Anthem (4)
- Odd Signature (1)
- Old School (1)
- Pratul Mukhopadhyay (1)
- Prince Mahmud song lyrics (3)
- Rabindra Sangeet (6)
- Sabina Yasmin (1)
- Sadhana Sargam (1)
- Shah Abdul Karim (1)
- Shakila Zafar (1)
- Shironamhin (3)
- Shreya Ghoshal (1)
- Sravanti Mazumder (1)
- Tahsan (2)
- Tanjib Sarowar (2)
- Tapan Chowdhury (1)
- Udit Narayan (2)
- VIKING (1)
- Vinod Rathod (1)