Recently Lyrics Updated

গানঃ কমলায় নৃত্য করে  (Komolay Nritto Kore)

কথা ও সুরঃ অজানা 

তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

গানঃ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু

কণ্ঠঃ মুজিব পরদেশী

কথাঃ মনমোহন দত্ত

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

হইতা যদি দেশের দেশি

শ্রীচরণের হইতাম দাসী রে

হইতা যদি দাসের দেশি

শ্রীচরণের হইতাম দাসী গো

আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু

মানতাম না কারও মানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমার শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু

কেঁদে ভিজাই বিছানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

কবি মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা গো

সাধক মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা রে

আমি কার কাছে বলিবো ব্যথা রে

বন্ধু, কেউ নাই আমার আপনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি। (২)

বাড়ি আমার ফুলতোলা
বাপের নামটি আলাভোলা 
মায়ের নামটি কাঞ্চনমালা গো
সেই ফুলের মালা।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি।

আটটার সময় আমরা টিকিট কাটি
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 
দশটার সময় বাড়ি পৌছায় গো
সেই জেলায় বাড়ি।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি......। 
বকুল ফুল বকুল ফুল

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে, 
দুঃখে পরান ফাটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর, 
দানাতো নাই ঘরে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
হো... পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
হো..কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
হো...পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি?