Recently Lyrics Updated

গানঃ রমজানের ঐ রোজার শেষে  এলো খুশির ঈদ
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। 


তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

তোর সোনা–দানা বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। 


আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

ঢাল হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।


তোমায় হৃদ মাঝারে রাখিব

ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না 
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাবো না না না না, আর পাবো না।  
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ভূবনো মোহনো গোরা...আ, 
কোন মণিজনার মনোহরা । 
ভূবনো মোহনো গোরা, 
কোন মণিজনার মনোহরা 
মণিজনার মনোহরা । 

ওরে রাধার প্রেমে মাতোয়ারা
 চাঁদ গৌড় আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি। 
যেতে চাইলে যেতে দেবো না, না না না। 
যেতে দেবো না, 
না না না যেতে দেবো না।

তোমায় হৃদয় মাঝে...... 
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

"যাবো ব্রজের কুলে কুলে...।" 
"যাবো ব্রজের কুলে কুলে" 
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি। 

ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে 
মাখবো পায়ে রাঙ্গাধুলি
"ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" 
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" । 
চলে গেলে... চলে গেলে যেতে দেবো না, 
না না... যেতে দেবো না। 

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌড় বলে......,  
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে। 
যে ডাকে চাঁদ গৌড় বলে, 
ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে। 

"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
চরন ছেড়ে দেবো না, না না না......
ছেড়ে দেবো না।

তোমায় বক্ষ মাঝে......
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাব না না না না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না 
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে........।