Recently Lyrics Updated

আমার সারা দেহ

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে। 
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে। 
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে। 
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে। 
আমি ঐ না ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না। 
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না। 

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও ও  ও ও ... 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ। 
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ। 
ফুলও তুমি ফাগুনও তুমি, 
গন্ধ বিলাও সারাক্ষণ। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)

স্বপ্ন তোমার মনে যত আশা, 
সবই যেন পূর্ণ হয়। 
আমারি তুমি এই পৃথিবীতে, 
ও প্রিয়া আর কারো নও। 
দিনও তুমি রাতও তুমি, 
ফুরাবে না কভু প্রয়োজন। 

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন, 
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)