Recently Lyrics Updated

 গানঃ নীল হবো

ব্যান্ডঃ ভাইকিং

নীল এখানে জমে থাকে পাঁজর খুড়েই,

ভীড় ওখানেই বোকা মনের হিসেব মেলাতেই,

ভয় সেখানে জাপটে ধরে বাঁচার আশা ক্ষণিকের, 

চিড় ধরা রাতের বুকে আড়ি পাতা হাহাকার, 

খুঁজে ফেরা কত পথে কে আমি আমি কার...


এবার আমি নীল হবো... 

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো...

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি.... আমার হবো। 


আজ সেখানে থেমে যাওয়া পথের বাঁকেই,

না এভাবে ক্লান্ত পথে দিক হারাবেই,

হোক সেভাবেই, কষ্টগুলো মুঠো-পোড়া নিমিষেই।

তবু চিড় ধরা রাতের বুকে আড়ি পাতা হাহাকার, 

খুঁজে ফেরা কত পথে কে আমি আমি কার...

এবার আমি নীল হবো... 

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো...

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি.... আমার হবো। 


চিড় ধরা রাতের বুকে আড়ি পাতা হাহাকার, 

খুঁজে ফেরা ভুল পথে কে আমি আমি কার...

এবার আমি নীল হবো... 

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো...

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি নীল হবো... 

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো...

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি.... 

না  বলা  কথা

শোন , বলি  তোমায় 
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই। 

বল , কি  বলতে  চাও 
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই । 
ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

আকাশের  ওই  নীল্  ঠিকানায় 
মেঘেরা  সাদা  ডানা  ছড়ায়। 
ওদেরই  সেই  ভালবাসায় 
এই  মনে  আজ  পেয়েছে  ঠাই। 
জড়াবো  আদরে তোমাকে  অনুভবে 
আকাশের  চেয়ে  বেশী 
তোমাকেই  ভালবাসি। 

ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

সাত  সাগর  আর  তের  নদী 
পার  হয়ে  তুমি  আসতে  যদি! 
রুপকথা'র  রাজকুমার  হয়ে 
আমায়  তুমি  ভালবাসতে  যদি! 
ভালবাসি  তোমায় 
পুরনো  অনুভবে। 
এই  মনেরই  জগতে 
রাজকুমারী  তুমি। 

ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

শোন , বলি  তোমায় 
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই। 

বল , কি  বলতে  চাও 
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই । 
ভালবাসি  আমি  যে  তোমায়, 
এই  কথাটাই  ছিল  শুধু  বলার । 
ভালবাসি  আমিও  তোমায় 
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 
নীলাঞ্জনা

লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম,
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা। 
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়,
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময় ।

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা,
ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে,
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

অংকের খাতা ভরা থাকতো আঁকায়,
তার ছবি তার নাম পাতায় পাতায়,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়, 
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়, 
একবার একবার যদি সে দাঁড়ায়। 

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন,
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা ।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ........