Recently Lyrics Updated

গানঃ আজ এই বৃষ্টির কান্না দেখে
শিল্পীঃ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
কথাঃ কাওসার আহমেদ চৌধুরী
সুরঃ লাকী আকন্দ

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ। 

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ। 

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি। 

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি।

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়। 

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি। 

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি।

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
গানঃ আমার সোনার বাংলা 
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ গগন হরকরা

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে—
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥

ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে—
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥

ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে—
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি

 শিরোনামঃ আবার হাসিমুখ

ব্যান্ডঃ শিরোনামহীন

কথা ও সুরঃ জিয়াউর রহমান

সেই কবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন

ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল

যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল

যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,

তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,

যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।

রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর

বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।


বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।

প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই

তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।

রোদ্দুর, চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর

বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।


বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ

উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।

জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর

নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর, বহুদূর..

প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়

তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর ...

গানঃ আজ রাতে কোনো রূপকথা নেই

কণ্ঠঃ Mobaswer Chowdhuri

ব্যান্ডঃ Old School

কথাঃ  Ahosanus Sakib


চাঁদমামা আজ বড্ড একা

বড় হয়েছি আমি

রোজ রাতে আর হয়না কথা

হয়না নেওয়া হামি (x2)


রোজ রাতে আর চাঁদের বুড়ি,

কাটেনা চরকা রোজ

ও বুড়ি, তুই আছিস কেমন

হয়না নেওয়া খোঁজ।


কোথায় গেলো সে রুপকথার রাত,

হাজার গল্প শোনা

রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ,

সে ঘোড়া। (x2)


কেড়ে নিলো কে সে আজোব সময়

আমার কাজলা দিদি

কে রে তুই, কোন দৈত্যদানো

সব যে কেড়ে নিলি..


কেরে তুই, কেরে তুই

সব সহজ শৈশবকে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে।

তুই কে রে, তুই

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোনো এক ভুল স্রোতে। (x2)


আলাদিন আর জাদুর জীনি,

আমায় ডাকছে শোনো

ব্যস্ত আমি ভীষণ রকম,

সময় তো নেই কোনো। (x2)


আলীবাবার দরজা খোলা,

চল্লিশ চোর এলে

সিনদাবাদটা, একলা বসে

আছে সাগর তীরে।


সময়টা আজ কেমন যেন,

বড় হয়ে গেছি আমি

তারাগুলো আজও মেঘের আড়াল,

কোথায় গিয়ে নামি। (x2)


কেড়ে নিলো কে সে আজব সময়

আমার কাজলা দিদি

কে রে তুই, কোন দৈত্যদানো

সব যে কেড়ে নিলি..


কেরে তুই, কেরে তুই

সব সহজ শৈশবকে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে।

তুই কে রে, তুই

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোনো এক ভুল স্রোতে। (x2)

গানঃ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু

কণ্ঠঃ মুজিব পরদেশী

কথাঃ মনমোহন দত্ত

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

হইতা যদি দেশের দেশি

শ্রীচরণের হইতাম দাসী রে

হইতা যদি দাসের দেশি

শ্রীচরণের হইতাম দাসী গো

আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু

মানতাম না কারও মানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমার শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু

কেঁদে ভিজাই বিছানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

কবি মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা গো

সাধক মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা রে

আমি কার কাছে বলিবো ব্যথা রে

বন্ধু, কেউ নাই আমার আপনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

Aye Mere Humsafar

Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Meri manzil hai tu, tu hi mera jahan

Oye oye oye oye
Aye mere humsafar, aye mere jaan-e-jaan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan
Ban gaye aaj hum do badan ek jaan
Oye oye oye oye
Aye mere humsafar, aye meri jaan-e-jaan

Bheega bheega aanchal
Aankhon ka yeh kaajal
Ghayal na kar de mujhe
Seene ki yeh halchal
Badhne lagi pal pal
Pagal na kar de mujhe x (2)

Pagal jo hum ho gaye ban jaayegi dastan
Aahista bolo sanam sun lega sara jahan
Meri manzil hai tu, tu hi mera jahaan
Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan

Saanson ke yeh shole
Saanson mein tu ghole
Pal mein pighal jaayein hum
Hothon ke angare hothon pe humare
Rakh de to jal jaayein hum x (2)

Yeh pyar woh aag hai
Jismein nahi hai dhuan
Lagti hai jab yeh agan
Jal jaate hain jism-o-jaan
Ban gaye aaj hum do badan ek jaan

Aye mere humsafar, aye meri jaan-e-jaan
Meri manzil hai tu, tu hi mera jahan
Aye mere humsafar, aye mere jaan-e-jaan