Recently Lyrics Updated

গানঃ কমলায় নৃত্য করে  (Komolay Nritto Kore)

কথা ও সুরঃ অজানা 

তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

 Lyrics & Tune by Minar Rahman


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো .....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


কেউ দূর আকাশে জোছনা মাখে,

কেউ জোনাকির আলোয় গল্প লেখে।

কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে,

ভুতানতিমালা আবারো হাসে।

আবারো হাসে......


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


চেনা পথগুলো আজ দূরে দূরে

ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়।

সেই পুরোনো ঘর পুরোনো চাদর -

সব স্মৃতি হয়ে দক্ষিণ হাওয়ায় ভাসে।

দক্ষিণ হাওয়ায় ভাসে......


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
হো... পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
হো..কারে কী বলিব আমি... 
নিজেই অপরাধী। 
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
হো...পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি? 
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
30 Bochhor (৩০ বছর)
কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।
কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বট মূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার,
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়!

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি,
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশন শো,
স্বাধীনতা কি দুখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র!
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা --
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ বালা!

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।

স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণ দণ্ড
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণ চলে বন্দুক যুদ্ধ ।
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মরণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন ।

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।

আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার --
আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার!
আজ তবে কি লাখ শহীদের রক্ত যাবে বৃথা?
আজ তবে কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা ।

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।
কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি ।