Recently Lyrics Updated

গানঃ কমলায় নৃত্য করে  (Komolay Nritto Kore)

কথা ও সুরঃ অজানা 

তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

Song: Tumi Ashbe Bole; Song: তুমি আসবে বলে; Artiste: Nachiketa; Music Director: Nachiketa; Lyricist: Nachiketa; Album: Ei Agune Haat Rakho


তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই জাকির হুসাইন ভুল করে ফেলে তালে

তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে

তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে

তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি

তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা

তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা

তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার

তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি

তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

তুমি আমার প্রথম সকাল



তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা । 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া। 
তুমি আমার খর রোদে
মিষ্টি হিমেল হাওয়া। 
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা। 

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন। 
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ। 
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা। 

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা, 
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল—
লা লা লা লা লা লা লা

তীরহারা এই ঢেউয়ের সাগর

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও 

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।

ঘরবাড়ির ঠিকানা নাই,
দিন-রাত্রি জানা নাই, 
চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে...। 

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,না না না না 
তারাও তো ভুলে কভু ডাকে না।

জীবনের রঙে মনকে টানে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।



ও ও ও ও ও ও ও ও ও ও ও ও 

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে..................। 

তোমায় হৃদ মাঝারে রাখিব

ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না 
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাবো না না না না, আর পাবো না।  
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ভূবনো মোহনো গোরা...আ, 
কোন মণিজনার মনোহরা । 
ভূবনো মোহনো গোরা, 
কোন মণিজনার মনোহরা 
মণিজনার মনোহরা । 

ওরে রাধার প্রেমে মাতোয়ারা
 চাঁদ গৌড় আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি। 
যেতে চাইলে যেতে দেবো না, না না না। 
যেতে দেবো না, 
না না না যেতে দেবো না।

তোমায় হৃদয় মাঝে...... 
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

"যাবো ব্রজের কুলে কুলে...।" 
"যাবো ব্রজের কুলে কুলে" 
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি। 

ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে 
মাখবো পায়ে রাঙ্গাধুলি
"ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" 
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" । 
চলে গেলে... চলে গেলে যেতে দেবো না, 
না না... যেতে দেবো না। 

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌড় বলে......,  
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে। 
যে ডাকে চাঁদ গৌড় বলে, 
ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে। 

"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
চরন ছেড়ে দেবো না, না না না......
ছেড়ে দেবো না।

তোমায় বক্ষ মাঝে......
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাব না না না না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না 
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে........।