Recently Lyrics Updated

আলো

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার। 
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার। 
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি। 

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
হবে না হবে না, হবে না............

রোমন্থন করি ফেলে আশা 
দৃশ্যপট স্বপ্নে আঁকা। 
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে।

ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা। 
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি। 

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
হবে না হবে না, হবে না............

কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি। 

আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা, 
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। 
হবে না হবে না, হবে না............
আমি সেই সুতো হবো

আমি সেই সুতো হবো , 
যে তোমায় আলোকিত করে, নিজে জ্বলে যাবো। 
আমি সেই নৌকো হবো , 
যে তোমায় পার করে, নিজেই ডুবে যাবো। 

হবো সেই চোখ 
যে তোমায় দেখেই বুজে যাবো। 
হবো সেই সুর 
যে তোমায় মাতিয়ে করুণ হবো। 

হবো সেই চাঁদ 
যে হয়ে গেলে রাত, 
তোমাকে আলো দেবে। 
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , 
শুধু ভালোবেসো আমায় . . . . .

ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,
ভালবেসো…ভালবেসো আমায়……
করে…প্রমান…মোহ তোমায়, 
হয়ে… যাবো আমি অগণ্য…।
এ অপরাধে হলে,
আমি অপরাধী ভেবে নেবো।
এটাই পুণ্য…………

আমি সেই সুতো হবো , 
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো। 
আমি সেই নৌকো হবো , 
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো।

হবো সেই চোখ 
যে তোমায় দেখেই বুজে যাবো। 
হবো সেই সুর 
যে তোমায় মাতিয়ে করুণ হবো। 

হবো সেই চাঁদ 
যে হয়ে গেলে আধ , 
তোমাকে আলো দেবো। 
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো ,
শুধু ভালোবেসো আমায় . . . . .
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,
ভালবেসো…ভালবেসো আমায়……