শিল্পীঃ আসিফ আকবর
কথা ও সুরঃ কবীর সুমন
ছবিঃ সংগৃহীত |
তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে,
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।
কোথায় খেলতে তুমি কজনের সাথে?
কারা হাত রেখেছিলো তোমার দু'হাতে?
কাকে বলে বিশ্বাস, কাকে ভালোবাসা
বুঝতে কি চেয়েছিলে বড়দের ভাষা?
কাকে বলে সভ্যতা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।
আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে।
আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে,
মানুষ যুদ্ধ করে আগুন জ্বালায়
মানুষই মেশায় বিষ ভাতের থালায়,
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?