Recently Lyrics Updated

শিল্পীঃ আসিফ আকবর
কথা ও সুরঃ কবীর সুমন
Syriar Chele
ছবিঃ সংগৃহীত

তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে,
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।

কোথায় খেলতে তুমি কজনের সাথে?
কারা হাত রেখেছিলো তোমার দু'হাতে?
কাকে বলে বিশ্বাস, কাকে ভালোবাসা
বুঝতে কি চেয়েছিলে বড়দের ভাষা?
কাকে বলে সভ্যতা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।

আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে।

আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে,
মানুষ যুদ্ধ করে আগুন জ্বালায়
মানুষই মেশায় বিষ ভাতের থালায়,
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
এসো হে বৈশাখ(রমনার বটমূলে কথা হবে প্রান খুলে)
“এসো হে বৈশাখ, এসো এসো
এসো হে বৈশাখ, এসো এসো
এসো হে বৈশাখ, এসো এসো।”
রমনার বটমূলে কথা হবে প্রান খুলে,  
জানিয়ে দিলাম আমি তোমাকে। 
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে, 
খোঁপায় যেনো বেলি ফুল থাকে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 

রমনার বটমূলে কথা হবে প্রান খুলে 
জানিয়ে দিলাম আমি তোমাকে। 
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে 
খোঁপায় যেনো বেলি ফুল থাকে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 

বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক, 
হাজার লোকের ভিড়ে খুঁজে নেবো ঠিক। 
বাঁশি আর ঢোলে মুখরিত চারিদিক, 
হাজার লোকের ভিড়ে খুঁজে নেবো ঠিক। 
তোমার কাজল চোখে দেখবো অপলকে 
পাগল করেছে কে এই আমাকে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 

প্রথম সকাল থেকে একটা দুপুর, 
বাজবে দু’টি মনে সুখের নূপুর। 
প্রথম সকাল থেকে একটা দুপুর, 
বাজবে দু’টি মনে সুখের নূপুর। 
ছায়ানটের গানে খুঁজবো প্রেমের মানে 
সাজিয়ে দু’জনার স্বপ্নটাকে। 

দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 

রমনার বটমূলে কথা হবে প্রান খুলে,  
জানিয়ে দিলাম আমি তোমাকে। 
এসো বাঙ্গালীর সাজে হাতে যেনো চুড়ি বাজে, 
খোঁপায় যেনো বেলি ফুল থাকে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 

দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে 
দেখা হবেই হবে পহেলা বৈশাখে। 
টিপ টিপ বৃষ্টি

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 
ও চঞ্চলা এই মন, বুঝিনি যে কখন
বেঁধেছ প্রেমেরই মায়ায়। 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 

বলিনি কখনও আমি মুখে তোমায়  
আমার আমি সে তো শুধুই তোমার।
এতো প্রেম ছিল যদি ঐ হৃদয়ে  
আসনি কেন তুমি আরও আগে।
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 

এঁকেছি কতো না ছবি তোমাকে ভেবে
তুমি এসে স্বপনে হাত বাড়াবে। 
আমিও রেখেছি খুলে মনেরি দুয়ার
আমায় ভাসিয়ে নেবে ইচ্ছে তোমার । 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

টিপ টিপ বৃষ্টিতে, ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়। 
ও চঞ্চলা এই মন, বুঝিনি যে কখন
বেঁধেছ প্রেমেরই মায়ায়। 
মনেরি আয়নায় 
হাজারো বায়নায় 
তোমাকেই খুব কাছে চাই। 

ও ও টিপ টিপ বৃষ্টিতে ঝিরি ঝিরি হাওয়ায় 
মন শুধু তোমাকেই চায়।