Recently Lyrics Updated

বাঁশুরিয়া বাজাও বাঁশি

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে! 

আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া। 
প্রাণে গান নাই মিছে তাই – রবিঠাকুর মুর্তি গড়া। 

তোমার ঐ দেহাতী গান......... 
তোমার ঐ দেহাতী গান দোলে যখন বাঁশির মুখে, 
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়। 
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

ঠেলা ভ্যান চালাও তুমি... 
ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার। 

ফাঁক পেলে বাঁশি বাজাও... 
ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
হেসে গিয়া এমন সুরে হয়ত ডাকো কোলকাতাকে। 

ফিরে এসে উদাম খাটো... 
ফিরে এসে উদাম খাটো গায় গতরে ব্যস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কোলকাতাতে। 

তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। 

বাঁশুরিয়া... 
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। 
বকুল ফুল বকুল ফুল

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে। 
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে, 
দুঃখে পরান ফাটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে। 
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর, 
দানাতো নাই ঘরে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


বলতে বলতে চলতে চলতে

বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 
চলতে গিয়ে মনে হয়, 
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি।
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে?
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 

মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম।
মেঘের খামে আজ তোমার নামে,
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম;
পড়ে নিও তুমি মিলিয়ে নিও,
খুব যতনে তা লিখেছিলাম। 
ও চায় পেতে আরো মন, 
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 

মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে। 
মন অল্পতে প্রিয় গল্পতে,
কল্পনায় স্বপ্ন আঁকে;
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি,
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে। 
ও চায় পেতে আরো মন, 
পেয়েও এত কাছে।
বলতে চেয়ে মনে হয়, 
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি। 
বৃদ্ধাশ্রম

ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, 
ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না, 
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।
ওর বাবার ছবি,ঘড়ি-ছড়ি,বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান-জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!

নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কি করবি বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না,নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!

খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা-আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আর বৃদ্ধাশ্রম!

বসন্ত এসে গেছে

আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।।

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে>>>। 

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা হ্রস্ব ই দীর্ঘ ঈ হ্রস্ব উ দীর্ঘ ঊ
ফাঁকা হোক ফুটপাথ হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারমে
কেউ কানে কানে বলে গেল শোনা গেছে খবরে বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম বসন্ত এসে গেছে
রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে
ডালপালা মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে…
বসন্ত এসে গেছে

এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভোরটা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামী
আমার কাছে তোমার কাছে আমার কাছে
বসন্ত এসে গেছে
তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকী বনে শোনো…
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে


বসন্ত এসে গেছে…