Recently Lyrics Updated

আজ জন্মদিন তোমার

আজকের আকাশে অনেক তারা, 
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, 
সন্ধ্যাটা আগুন লাগা। 
আজকের পৃথিবী তোমার জন্য 
ভরে থাকা ভালো লাগা, 
মুখরিত হবে দিন গানে গানে 
আগামীর সম্ভাবনা। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, 
ভালোবাসো সব সৃষ্টিকে। 
ভালবাসা নিয়ে নিজে তুমি, 
ভালোবাসো সব সৃষ্টিকে। 


তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ, 
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। 
আলোকিত হয়ে নিজে তুমি, 
আলোকিত কর পৃথিবীকে। 
আলোকিত হয়ে নিজে তুমি, 
আলোকিত কর পৃথিবীকে। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

আজকের আকাশে অনেক তারা, 
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, 
সন্ধ্যাটা আগুন লাগা। 
আজকের পৃথিবী তোমার জন্য 
ভরে থাকা ভালো লাগা, 
মুখরিত হবে দিন গানে গানে 
আগামীর সম্ভাবনা। 

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ 
শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়। 

আজ জন্মদিন তোমার। 

বাবা

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা। 
হবে মানুষের মত মানুষ এক, 
লেখা ইতিহাসের পাতায়। 
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত- 
“ও খোকা, যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা”
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। 

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত 
“কোথায় খোকা ওরে বুকে আয়”
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা - 
“মানিক কোথায় আমার ওরে বুকে আয়”। 

চশমাটা তেমনি আছে, 
আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, 
নেই সেখানে অলস দেহ শুধু তোমার। 
আযানের ধ্বনি আজো শুনি, 
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া 
পবিত্র কোরআনের বানী। 

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত 
“কোথায় খোকা ওরে বুকে আয়”। 
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা- 
“মানিক কোথায় আমার ওরে বুকে আয়”

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা। 
হবে মানুষের মত মানুষ এক, 
লেখা ইতিহাসের পাতায়। 
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত- 
ও খোকা,ও খোকা?
যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা”
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। 

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত 
“কোথায় খোকা ওরে বুকে আয়”
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা - 
“মানিক কোথায় আমার ওরে বুকে আয়”। 

মা

দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ,
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাধন কোথা হারালো?

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। 

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ,
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ,
অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। 

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। 

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না।।