Recently Lyrics Updated

গানঃ মেলায় যাইরে (মেলা)
কন্ঠঃ মাকসুদ
ব্যান্ডঃ ফিডব্যাক

মেলায় যাইরে মেলায় যাইরে
জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি..... 

মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

জেগেছে রমণীর খোপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলেই বলেই.....

মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে।  

ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে, মেলায় যাইরে 
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে। 

 Tune- Mechanix; Lyrics- Sheikh M Reaz


ম্লানচিত্র 

দেখছি শুধু পচন ধরা সমাজের চিত্র

মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র

জীবন এখন অনেক মেকী মিথ্যের কাব্যে

হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে


ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে

বেচে থাকার আশা খুজি অন্যের জীবনে

হারিয়ে গেছে তোমার সম্ভ্রম 

হারিয়ে গেছে কোন মা

ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে  চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


 কোন পথে আমরা ছুটেছি

 মানবতার দেয়াল ভেঙ্গে 

 স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

 ভাসছে দেখো এই ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস? 


মানুষ এখন শুধু পন্য যান্ত্রিক কোলাহলে

ভালবাসা সে তো রঙ্গিন দৃষ্টির রেস্টুরেন্ট 

বোকা বাক্সে বন্দী জীবন লাইক আর স্ট্যাটাসে 

ক্যাসিনোতে উড়ছে টাকা সাধারণ জনগণের


গণতন্ত্র এখন শুধু ফেসবুকের স্ট্যাটেসে

বাকস্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে

আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা 

নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


কোন পথে আমরা চলেছি

মানবতার দেয়াল ভেঙ্গে

স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

ভাসছে দেখো এ ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?

মা

দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ,
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাধন কোথা হারালো?

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। 

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ,
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ,
অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। 

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। 

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না।।