Recently Lyrics Updated

গানঃ কমলায় নৃত্য করে  (Komolay Nritto Kore)

কথা ও সুরঃ অজানা 

তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

 Lyrics & Tune by Minar Rahman


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো .....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


কেউ দূর আকাশে জোছনা মাখে,

কেউ জোনাকির আলোয় গল্প লেখে।

কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে,

ভুতানতিমালা আবারো হাসে।

আবারো হাসে......


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


চেনা পথগুলো আজ দূরে দূরে

ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়।

সেই পুরোনো ঘর পুরোনো চাদর -

সব স্মৃতি হয়ে দক্ষিণ হাওয়ায় ভাসে।

দক্ষিণ হাওয়ায় ভাসে......


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....