Recently Lyrics Updated

 Tune- Mechanix; Lyrics- Sheikh M Reaz


ম্লানচিত্র 

দেখছি শুধু পচন ধরা সমাজের চিত্র

মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র

জীবন এখন অনেক মেকী মিথ্যের কাব্যে

হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে


ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে

বেচে থাকার আশা খুজি অন্যের জীবনে

হারিয়ে গেছে তোমার সম্ভ্রম 

হারিয়ে গেছে কোন মা

ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে  চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


 কোন পথে আমরা ছুটেছি

 মানবতার দেয়াল ভেঙ্গে 

 স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

 ভাসছে দেখো এই ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস? 


মানুষ এখন শুধু পন্য যান্ত্রিক কোলাহলে

ভালবাসা সে তো রঙ্গিন দৃষ্টির রেস্টুরেন্ট 

বোকা বাক্সে বন্দী জীবন লাইক আর স্ট্যাটাসে 

ক্যাসিনোতে উড়ছে টাকা সাধারণ জনগণের


গণতন্ত্র এখন শুধু ফেসবুকের স্ট্যাটেসে

বাকস্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে

আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা 

নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


কোন পথে আমরা চলেছি

মানবতার দেয়াল ভেঙ্গে

স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

ভাসছে দেখো এ ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?