Recently Lyrics Updated

Song: Oniket Prantor; Band: Artcell; Lyric: Artcell; Tune: Artcell; Music: Artcell; 

Album: Oniket Prantor

অনিকেত প্রান্তর

তবু এই দেয়ালের শরীরে

যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ

পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার

যত উদ্ভাসিত আলো রঙ

আকাশের মতন অকস্মাৎ নীল

নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ

তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এইখানে আছে অবলীল হাওয়া

জানালা বদ্ধ ঘরে আসে যায়

দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত

তোমার ছায়ায় জমে এসে ভয়

আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস

ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়

রাত্রির এই একা ঘর শূন্যের কাঁটাতারে

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এই দু'টি কাঁটাতারে, শহরের মতো করে

ভিড়ে ভরে গেছে ঘুম আমার

অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে

সময় কে epitaph ভেবে হাঁটু গেড়ে বসে

তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে

শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে

তোমার চোখের মাঝে দূরের একা পথ

এখানে ভাঙে না দু'টো দেশে

মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে

আলোর নির্বাসন স্মৃতির মতন

অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে

এখানে সরণির লেখা নেই নাম, কোনো শহীদ স্মারকে

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর

জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানের নির্জন অনিকেত প্রান্তর

তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর

ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে

আলো আর অন্ধকার তোমার

তোমার দেয়ালে কত লেখা

মানুষের দেয়ালে দেয়াল

বেড়ে ওঠে কাঁটাতার

এখানে এ মহান মানচিত্রের ভাগাড়

তোমার শূন্যঘরে ভরা স্মৃতি

জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী

জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ

বিঁধে আছি সময়ের কাঁটাতারে

বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

তোমার স্বপ্নের দলা পাকানো

বাসি কবিতা, নষ্ট গানে

তোমার জানালার বাইরে শূন্য আকাশ

তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনও শরতের প্রচুর বাতাসে

সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার

দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন

ঘুমের মত নেশাময় কত

কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে

নিভে গেছে কত অচেনা ভয়

তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়

তোমার জানালার বাইরে শূন্যে

দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়

মৃত্যু কি অনিকেত প্রান্তর?

অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি। (২)

বাড়ি আমার ফুলতোলা
বাপের নামটি আলাভোলা 
মায়ের নামটি কাঞ্চনমালা গো
সেই ফুলের মালা।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি।

আটটার সময় আমরা টিকিট কাটি
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 
দশটার সময় বাড়ি পৌছায় গো
সেই জেলায় বাড়ি।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি......। 
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি ।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।।
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী ।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে ।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।।
নিজের চেয়েও অনেক বেশি  
তোমাকে যে ভালোবাসি 
ভালোবেসে যাবো এভাবেই ।  

যদি প্রশ্ন কর আমায়  
ভালোবাসি কেন তোমায় বলবো 
এর উত্তর জানা নেই ।  
ভালবাসতে লাগেনা কোন কারণ,  
হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন ।  

এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন, 
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন ।  

ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো 
মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো ,   
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে 
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে ।  

ভালবাসতে লাগেনা কোন কারণ, 
হটাত করে ভালোবেসে ফেলে এই মন। 
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন (২ বার )  

ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন,  
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন ।  
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে, 
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে।  

ভালবাসতে লাগেনা কোন কারণ  
হঠাত করে ভালোবেসে ফেলে এই মন ।  
এ জীবনে তুমি আমার সেই জন 
অকারনে যাকে ভালোবাসে মন ( ২ বার )