বাজেরে বাজে ঢোল আর ঢাক
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ। 
আজ কৃষ্ণচুড়ার ডালে
ঢেকেছে লালে লালে, 
সেই রঙ হৃদয়ে ছড়াক। 
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ। 
আজ কৃষ্ণচুড়ার ডালে
ঢেকেছে লালে লালে, 
সেই রঙ হৃদয়ে ছড়াক। 
বাতাসে ছড়াল সুগন্ধ
এ মনে এনে দিল ছন্দ। 
বাতাসে ছড়াল সুগন্ধ
এ মনে এনে দিল ছন্দ। 
সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে
সব ব্যথা ধুয়ে মুছে যাক ।
সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে
সব ব্যথা ধুয়ে মুছে যাক ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
জেগেছে আজ সারা দেশটা, 
প্রাণেরই মেলাতে সে রেশটা। 
জেগেছে আজ সারা দেশটা, 
প্রাণেরই মেলাতে সে রেশটা।
আজ বলছে মন তো – মনে আনন্দ
এই আশা ভালবাসা থাক। 
আজ বলছে মন তো – মনে আনন্দ
এই আশা ভালবাসা থাক। 
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
আজ কৃষ্ণচুড়ার ডালে
ঢেকেছে লালে লালে, 
সেই রঙ হৃদয়ে ছড়াক। 
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।
বাজেরে বাজে ঢোল আর ঢাক, 
এলো রে পহেলা বৈশাখ।