গানঃ কমলায় নৃত্য করে (Komolay Nritto Kore)
কথা ও সুরঃ অজানা
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।