কবিতাঃ শূন্যতা ও কুহকের ডাক
কবিঃ হাসান হাফিজ
অতিমারি কার নাম?
বিষের দংশনে ক্রমে বাগান উজাড়
লোকালয় ঢেকে আছে
সরল কাফনে…
অতিমারি, তুমি কী অনতিক্রম্য ভয়
জয় করা সম্ভব কী নয়
চারিদিক সুনসান কোথায় প্রত্যয়?
দৃঢ়তা কোথায়?
বেনোজলে সবই ভেসে যায়
স্বপ্ন শস্য সাজানো সংসার
বাকি নাই আর
নিঃস্বতা গোধূলি একা ত্রস্ত জেগে আছে
অসহায় আত্মসমর্পণ
সুপ্রিয় মোকাম ছাড়ো মন
অনিচ্ছায় চলো যাই শূন্যতার কাছে