Recently Lyrics Updated

 Lyrics & Tune by Minar Rahman


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো .....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


কেউ দূর আকাশে জোছনা মাখে,

কেউ জোনাকির আলোয় গল্প লেখে।

কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে,

ভুতানতিমালা আবারো হাসে।

আবারো হাসে......


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....


চেনা পথগুলো আজ দূরে দূরে

ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়।

সেই পুরোনো ঘর পুরোনো চাদর -

সব স্মৃতি হয়ে দক্ষিণ হাওয়ায় ভাসে।

দক্ষিণ হাওয়ায় ভাসে......


কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।

কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি....


ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসতে চাই

পালতোলা নৌকা আবার হারাবো.....

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসতে চাই

চোখজোড়া স্বপ্নে উড়ে বেড়াবো.....

গানঃ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু

কণ্ঠঃ মুজিব পরদেশী

কথাঃ মনমোহন দত্ত

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

হইতা যদি দেশের দেশি

শ্রীচরণের হইতাম দাসী রে

হইতা যদি দাসের দেশি

শ্রীচরণের হইতাম দাসী গো

আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু

মানতাম না কারও মানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমার শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

শুইলে না আসে নিদ্রা

ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো

আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু

কেঁদে ভিজাই বিছানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

কবি মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা গো

সাধক মনমোহনের মনের ব্যথা

বলা যায় না যথাতথা রে

আমি কার কাছে বলিবো ব্যথা রে

বন্ধু, কেউ নাই আমার আপনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

গ্রাম, পোস্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

তোমায় আমি হলেম অচেনা

 Tune- Mechanix; Lyrics- Sheikh M Reaz


ম্লানচিত্র 

দেখছি শুধু পচন ধরা সমাজের চিত্র

মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র

জীবন এখন অনেক মেকী মিথ্যের কাব্যে

হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে


ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে

বেচে থাকার আশা খুজি অন্যের জীবনে

হারিয়ে গেছে তোমার সম্ভ্রম 

হারিয়ে গেছে কোন মা

ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে  চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


 কোন পথে আমরা ছুটেছি

 মানবতার দেয়াল ভেঙ্গে 

 স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

 ভাসছে দেখো এই ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস? 


মানুষ এখন শুধু পন্য যান্ত্রিক কোলাহলে

ভালবাসা সে তো রঙ্গিন দৃষ্টির রেস্টুরেন্ট 

বোকা বাক্সে বন্দী জীবন লাইক আর স্ট্যাটাসে 

ক্যাসিনোতে উড়ছে টাকা সাধারণ জনগণের


গণতন্ত্র এখন শুধু ফেসবুকের স্ট্যাটেসে

বাকস্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে

আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা 

নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা


ধর্ম এখন শুধুই ব্যবসা 

হতে চাই আমি লিডার

শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে


কোন পথে আমরা চলেছি

মানবতার দেয়াল ভেঙ্গে

স্বাধীনতার রঙ্গিন খোলস এখন

ভাসছে দেখো এ ম্লানচিত্রে 


দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি

আমার চিৎকার শুনতে কি পাও এ গানে? 

তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে 

হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?

Song: Tumi Ashbe Bole; Song: তুমি আসবে বলে; Artiste: Nachiketa; Music Director: Nachiketa; Lyricist: Nachiketa; Album: Ei Agune Haat Rakho


তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে গান গায়নি

তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই জাকির হুসাইন ভুল করে ফেলে তালে

তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে

তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে

তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি

তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা

তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা

তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার

তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি

তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

Song: Oniket Prantor; Band: Artcell; Lyric: Artcell; Tune: Artcell; Music: Artcell; 

Album: Oniket Prantor

অনিকেত প্রান্তর

তবু এই দেয়ালের শরীরে

যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ

পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার

যত উদ্ভাসিত আলো রঙ

আকাশের মতন অকস্মাৎ নীল

নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ

তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এইখানে আছে অবলীল হাওয়া

জানালা বদ্ধ ঘরে আসে যায়

দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত

তোমার ছায়ায় জমে এসে ভয়

আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস

ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়

রাত্রির এই একা ঘর শূন্যের কাঁটাতারে

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এই দু'টি কাঁটাতারে, শহরের মতো করে

ভিড়ে ভরে গেছে ঘুম আমার

অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে

সময় কে epitaph ভেবে হাঁটু গেড়ে বসে

তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে

শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে

তোমার চোখের মাঝে দূরের একা পথ

এখানে ভাঙে না দু'টো দেশে

মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে

আলোর নির্বাসন স্মৃতির মতন

অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে

এখানে সরণির লেখা নেই নাম, কোনো শহীদ স্মারকে

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর

জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানের নির্জন অনিকেত প্রান্তর

তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর

ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে

আলো আর অন্ধকার তোমার

তোমার দেয়ালে কত লেখা

মানুষের দেয়ালে দেয়াল

বেড়ে ওঠে কাঁটাতার

এখানে এ মহান মানচিত্রের ভাগাড়

তোমার শূন্যঘরে ভরা স্মৃতি

জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী

জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ

বিঁধে আছি সময়ের কাঁটাতারে

বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

তোমার স্বপ্নের দলা পাকানো

বাসি কবিতা, নষ্ট গানে

তোমার জানালার বাইরে শূন্য আকাশ

তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনও শরতের প্রচুর বাতাসে

সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার

দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন

ঘুমের মত নেশাময় কত

কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে

নিভে গেছে কত অচেনা ভয়

তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়

তোমার জানালার বাইরে শূন্যে

দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়

মৃত্যু কি অনিকেত প্রান্তর?

শিল্পীঃ আসিফ আকবর
কথা ও সুরঃ কবীর সুমন
Syriar Chele
ছবিঃ সংগৃহীত

তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে,
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।

কোথায় খেলতে তুমি কজনের সাথে?
কারা হাত রেখেছিলো তোমার দু'হাতে?
কাকে বলে বিশ্বাস, কাকে ভালোবাসা
বুঝতে কি চেয়েছিলে বড়দের ভাষা?
কাকে বলে সভ্যতা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।

আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে।

আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে,
মানুষ যুদ্ধ করে আগুন জ্বালায়
মানুষই মেশায় বিষ ভাতের থালায়,
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
কথা ও সুরঃ নচিকেতা চক্রবর্তী
কন্ঠঃ নচিকেতা চক্রবর্তী

আমার পরিচয় বেকার যুবক আমি
সম্বল একটাই দৈন্য
ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, 
পকেটের ভাঁড়ারটা শুন্য
যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য
সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য
বধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়
মানুষের রক্তে দিনলিপি সই হয়
হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে 
খেলা করে শুয়োরের বাচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – 
সারে জাঁহা ছে আচ্ছা

লাঞ্ছনা গঞ্জনা মাখা অভিযোজনে
রপ্ত করেছি নিজেকে
অসৎ হবার বহু বহু প্রচেষ্টায়
ব্যর্থ করেছি নিজেকে
চাকরির সন্ধানে সুখতলা খয়ে যায়
গঙ্গার জল তবু একই ভাবে বয়ে যায়
ঘুষ  ঘুষ ঘুষের এক ঘুস-ঘুসে জ্বরে
গোটা দেশ চিৎকার করে ডাকে ‘ডাক্তার’
ডাক্তার উড়ে আসে ঋণের ওষুধ নিয়ে 
গঙ্গার পুজো হয় গঙ্গার জল দিয়ে
বছরের অন্তে বাজেটের যন্ত্রে 
পিষে দেই জীবনটা গচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – 
সারে জাঁহা ছে আচ্ছা।

প্রার্থির যোগ্যতা অথবা অভিজ্ঞতা
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দীনতা
কোনো কিছুই কোনো কিছুকেই ঢাকে না
আর ‘লোক’ অথবা ‘বিধান’ যে দিকেই তাকান
রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না
হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়, 
‘চলছে না, চলবে না’, তবু তাই হয়ে যায়
কত শত শয়তান  হতে চায় ভগবান 
আল্লাহ না বড় রাম  এই চলে অবিরাম
খুনোখুনি লাঠালাঠি  অবিরাম অনুক্ষণ
এদিকে তোমার আমার পেটেতে ছুঁচোর ডন
সমাজ বিরোধি কিছু  করে বলে মাথা উঁচু
সমাজবাদের পথই সাচ্চা
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – 
সারে জাঁহা ছে আচ্ছা।

শিরোনামঃ গান শুনবোনা
গীতিকার ও সুরকারঃ নচিকেতা
শিল্পীঃ নচিকেতা ১৯৯৩]


শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না
হেই গান গেয়ে গান শুনে ভরে নাতো পেট
খালি পেটে হাটা চলা করে মাথা হেট
গান গেয়ে গান শুনে ভরে নাতো পেট
খালি পেটে হাটা চলা করে মাথা হেট
গান যদি খাওয়া যেতো তবে বড় ভাল হতো
রেশনের লাইনেতে ভিড় যেতো কমে
দোকান বাজার উঠে যেতো প্রত্থমে
তা যখন হয় না কিছু বদলায় না
কেন শুনবো কেন শুনবো
কেন শুনবো একঘেয়ে ঘ্যান ঘ্যান
শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না।

এক ঘেয়ে ঘ্যান ঘ্যান বিরহ প্রেমের গান
আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি
পারমোটেশন আর কম্বিনেশন
অথবা শোষকদের কালো হাত
ভেঙ্গে দাও ভেঙ্গে দাও ভেঙ্গে দাও
এই বলে চিৎকার এটা হতো গান
শোষকের কটা হাত কটা মাথা কটা দাঁত
এর কোন উত্তর দেয় নাতো গান
উত্তর একটাই নিজে খুঁজে নাও
নিজে যদি খুঁজবো নিজেদেরই বুঝবো
প্রয়োজন নেই গান শুনবো না
গান শুনবো না শুনবো না শুনবো না
গান শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না।

চারিদিকে আতঙ্ক বম বম বম্বে
ভয়ে আটখানা হয় দিল্লীকা বিল্লি
লাগেনা লাগেনা লাগেনা কোন কম্মে
পশুদের সাথে মানুষের সহবাস
পশুদের সাথে মানুষের সহবাস
প্রশাসন তবু দিয়ে যায় আশ্বাস
টেনশান দিয়ে দিয়ে ছোট মেয়েটার বিয়ে
মাস্টার গেইম আর মাস্টার প্লাস
ধর্ম নেমেছে পথে রাজনীতি কি ভিষণ
মানুষ মুখোশে মোড়া সবাইতো বিভিষণ
একটাই সান্ত্বনা বসে বসে দিন গোণা
না না না গুণবো না
দিন গুণবো না গুণবো না গুণবো না
দিন গুণবো না দিন দিন গুণবো না
গুণবো না দিন দিন গুণবো না।।

হেই, হেই তুমি চুপ করে বসে ভাবো কার কথা?
প্রেম?...আরে মোটা মানিব্যাগ দেখে
তোমাকে সাইডে রেখে দৌড়োবে সোজা,
সোজা দৌড়োবে প্রেম
ইট কাঠ পাথরেতে ঢাকা এই শহরেতে
হৃদয়ের কারবার?
লোকসান বার বার বার
বেকার যুবকদের সান্ত্বনা একটাই
চাকরির বদলেতে আছে প্রেম
রুজির ঠিকানাহীন আঁকাবাঁকা পথ ধরে
আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে
তারপর একদিন পথ চলা সাড়া হলে
ঝুলি হাতড়িয়ে দেখা নেই প্রেম
অনেক অনেক দাম জীবন যে তার নাম
তারই পথের বাঁকে হারিয়েছে প্রেম
প্রেম তাই খাটি সোনা এ কথা অনেক শোনা
প্রেম তাই খাটি সোনা এ কথা অনেক শোনা
বসে বসে শুধু বসে মিথ্যার জাল বোনা
না না না বুনবো না
জাল বুনবো না বুনবো না বুনবো না
জাল বুনবো না জাল জাল বুনবো না
বুনবো না জাল জাল বুনবো না আ আ
শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান গান শুনবো না
শুনবোনা গান।
অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি। (২)

বাড়ি আমার ফুলতোলা
বাপের নামটি আলাভোলা 
মায়ের নামটি কাঞ্চনমালা গো
সেই ফুলের মালা।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো 
কোন জেলায় বাড়ি।

আটটার সময় আমরা টিকিট কাটি
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি 
দশটার সময় বাড়ি পৌছায় গো
সেই জেলায় বাড়ি।(২)

অল্পনা বয়সের সখিনা ছেরি 
আমার মনটা কেন করলি চুরি
সত্যি করে বলনা ছেরি গো
কোন জেলায় বাড়ি......। 
আমার ভিনদেশী তারা 
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা 
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে 
তোমার নাম ধরম কেউ ডাকে!
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বল কাকে? 

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি।

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো 
দাও শান্ত শীতলপাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাঁটি। 

আমার বিচ্ছিরী এক তারা
তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এতো তাড়া 
রাস্তা পার হবে সাবধানে। 

তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চালচুলো
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু'মুঠো চালচুলো।

রাখো শরীরে হাত যদি
আর জল মাখ দুই হাতে 
প্লিস ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে।

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় 
আমার একলা লাগে ভারি।
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় 
আমার একলা লাগে ভারি।

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় 


আমার একলা লাগে ভারি।
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি ।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।।
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী ।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে ।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।।
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই - 
লুকোচুরি খেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।।
আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয়-মেতে,
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।।
ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে ।
ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক'রে-
যাব না আর ঘরে ।
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -


লুকোচুরি খেলা ।।